
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
মুশফিক-শান্তর প্রশংসায় শ্রীলঙ্কান স্পিনার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:১৯ এএম

ছবি- সংগৃহীত
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনে শুরুটা ছিল বাংলাদেশের জন্য কঠিন। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে সফরকারীরা। তবে এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম—দুজনেই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি, গড়েন ২৪৭ রানের অনবদ্য জুটি।
দিন শেষে ২৯২/৩ স্কোরে থাকা বাংলাদেশকে সেই বিপর্যয় থেকে টেনে তোলে তাদের ধৈর্য ও কৌশল। এটি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টনারশিপ।
শ্রীলঙ্কার হয়ে অভিষেকেই ২ উইকেট নেওয়া স্পিনার থারিন্দু রত্ননায়েকে প্রশংসা করেন এ জুটির, বলেন, “আমরা ভালো বল করছিলাম, কিন্তু ওরা আরও ভালো ব্যাটিং করেছে।”
অন্যদিকে, মুশফিক প্রশংসায় ভাসান শান্তকে, বলেন, “শান্ত অনেকদিন ধরেই ধারাবাহিক পারফর্ম করছে। আজকের ইনিংসটা অত্যন্ত নিয়ন্ত্রিত ছিল, যা পরবর্তী ব্যাটারদের আত্মবিশ্বাস দেবে।”
এদিনের সেঞ্চুরিতে মুশফিক হয়ে ওঠেন শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক, যেখানে তাঁর রয়েছে দুটি শতক ও চারটি অর্ধশতক।
আরএস/