Logo
Logo
×

খেলা

নাইটহুড উপাধিতে ভূষিত ডেভিড বেকহ্যাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

নাইটহুড উপাধিতে ভূষিত ডেভিড বেকহ্যাম

ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে মানা হয় ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামকে। প্রাক্তন ইংল্যান্ড ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যাম ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের বার্ষিক জন্মদিন উপলক্ষে ঘোষিত সম্মানসূচক  নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। 

নাইটহুড উপাধিতে ভূষিত হয়ে এখন তিনি হয়ে উঠলেন ‘স্যার’ ডেভিড বেকহ্যাম। ৫০ বছর বয়সী বেকহ্যাম ১৯৯৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেন এবং ক্লাবটির হয়ে প্রায় ৪০০টি ম্যাচ খেলেন। এই সময় তিনি একাধিক লিগ ও কাপ শিরোপা জেতেন। পরে বেকহ্যাম রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি ও এসি মিলানের হয়ে খেলেছেন।

২০০৫ সাল থেকে ইউনিসেফের অ্যাম্বাসাডর বেকহ্যাম। ২০০৩ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ারের সঙ্গে যুক্ত হন। ২০২৪ সাল থেকে কিং চার্লসের চ্যারিটি ‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর অংশ হন।

এক বিবৃতিতে বেকহ্যাম বলেন, ‘মাঠের বাইরেও বিশ্বজুড়ে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার ও সমাজের অনেক স্তরের মানুষকে সাহায্য করার এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এ সম্মান পেয়ে আমি গর্বিত।’

জাতীয় দলের জার্সি গায়ে ডেভিড বেকহ্যাম ১১৫টি ম্যাচ খেলেছেন এবং ৫৮টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন