Logo
Logo
×

খেলা

বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:১০ এএম

বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

ছবি- সংগৃহীত

জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার আবারও যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তবে এবার ভিন্ন ভূমিকায়। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে আগেই বিসিবির চাকরি ছেড়েছিলেন তিনি। 

এবার হান্নান সরকার বিসিবির নতুন মিশনে নামছেন অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওবার্তায় তিনি নিজেই নিশ্চিত করেন নতুন দায়িত্বের কথা। জানিয়েছেন এসি রুমের আরাম ছেড়ে মাঠের কাজেই নিজেকে নিবেদিত করতে চেয়েছেন সবসময়। তার এই প্রত্যয়ে সাড়া দিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ, যেটির নেতৃত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল। 

হান্নান সরকার বলেন, ‘নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম কোচিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে। সেই চিন্তা থেকেই ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ হিসেবে কাজ করেছি এবং সফল হয়েছি। তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলেছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি, কারণ অন্য কোচরা ওখানে কাজ করছেন। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম যেকোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে।’ বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ চ্যালেঞ্জার সিরিজ, সেখান থেকেই গঠিত হবে অনূর্ধ্ব-১৭ দল। সেই দলকেই গড়ে তোলার দায়িত্ব থাকবে হান্নানের কাঁধে।

৪২ বছর বয়সি হান্নান সরকারের লক্ষ্য একদিন জাতীয় দলের কোচ হওয়া। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে তার সেই স্বপ্নের নতুন পথচলা শুরু হলো।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন