Logo
Logo
×

প্রবাস

প্রতারণার শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম

প্রতারণার শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী

ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি, যারা প্রতারণার শিকার হয়েছেন এবং যাদের ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে একটি ফ্লাইটে করে তারা দেশে পৌঁছান।

প্রবাসী শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সৌদি সরকার তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে। তারা জানান, প্রতারণা ও অবিচারের শিকার হয়ে তাদের দেশে ফিরতে হয়েছে।

এছাড়া, শ্রমিকদের দাবি, গত ১২ এপ্রিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে সৌদি সরকার বাঙালিদের আটক করতে শুরু করেছে। এই ঘটনায় প্রবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতি প্রবাসী শ্রমিকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় উদ্যোগ নেওয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন