Logo
Logo
×

প্রবাস

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মোছাদ্দেক আলী ফালু

Icon

মোরছালীন বাবলা, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ এএম

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মোছাদ্দেক আলী ফালু

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মোছাদ্দেক আলী ফালু

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালু।

সভায় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক খবর সম্পাদক ফরিদ আলম। এ সময় নিউইয়র্ক ও ঢাকার সংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মোছাদ্দেক আলী ফালু বলেন, ‘বাধ্য হয়ে দেশের বাইরে থাকা খুব কষ্টকর। আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। যেসব সাংবাদিক দেশের ভেতর অন্যায় করেছেন তাদের বিচার হওয়া উচিত। বিচার না হলে ভবিষ্যতেও একই রকম অন্যায় যে-কেউ করতে পারে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন