Logo
Logo
×

প্রবাস

ক্যামেরুন হাইল্যান্ডে অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী আটক

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

ক্যামেরুন হাইল্যান্ডে অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী আটক

মালয়েশিয়ার পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সবুজ চা বাগানঘেরা এই অঞ্চলের সবজি খামার, ব্যবসায়িক এলাকা এবং নির্মাণস্থানে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, চারটি জোনজুড়ে পরিচালিত এই অভিযানে তাদের ৫৪৭ জন সদস্য অংশ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার তথ্যমতে, অভিযান চলাকালে অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পারেননি এবং পালানোর সুযোগও পাননি।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযানটির পরিকল্পনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ক্যামেরুন হাইল্যান্ড ও আশপাশের এলাকা অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের কাজের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মোট ১,৮৮৬ জনের কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন অপরাধে ৪৬৮ জনকে আটক করা হয়। অনেকেরই পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ ছিল কিংবা বৈধ ভ্রমণ নথি ছিল না। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে—মিয়ানমারের ১৭৫, বাংলাদেশের ১৭৪, ইন্দোনেশিয়ার ৬৭, নেপালের ২০, পাকিস্তানের ১৬, ভারতের ১১ এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ নারী এবং চার শিশু রয়েছে।

সবাইকে ২০ থেকে ৫৪ বছর বয়সী এই আটক ব্যক্তিদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৮৩ হাজার ৯৯৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন