Logo
Logo
×

প্রবাস

কুয়ালালামপুরে আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ারে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম

কুয়ালালামপুরে আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ারে আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইকনিক বহুতল ভবন পেট্রোনাস টাওয়ার–৩ এর ৫৭তম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের উপরের অংশে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন কমান্ডার মোহাম্মদ হাফিজান হাসান বলেন, খবর পাওয়ার পর তিনটি ফায়ার ইউনিটের মোট ৩৫ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল ৭টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে নিভে যায়।

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্তে ফরেনসিক ইউনিট কাজ করছে। আগুনে ক্ষতিগ্রস্ত তলার রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অপারেশন কমান্ডার আরও জানান, আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার উন্মুক্ত রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে।

মালয়েশিয়ার দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পেট্রোনাস টাওয়ার–৩–এর আশপাশের এলাকায় পরিস্থিতি ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সাধারণ মানুষ আগের মতোই এলাকায় চলাফেরা করছেন, যদিও নিরাপত্তার স্বার্থে কিছু জায়গা এখনো পুলিশি ঘেরাওয়ের আওতায় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন