ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাসের অভিযোগে ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে।
ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে দেশে ফিরে তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান জোরদার হওয়ার পর থেকেই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসেছেন বলে জানা গেছে।



