Logo
Logo
×

প্রবাস

কুয়ালালামপুরে অভিবাসনবিরোধী অভিযান: ৭৭০ জন আটক, প্রায় ৪০০ বাংলাদেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম

কুয়ালালামপুরে অভিবাসনবিরোধী অভিযান: ৭৭০ জন আটক, প্রায় ৪০০ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড়সড় অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে প্রায় ৪০০ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

অভিযানটি পরিচালিত হয় বুকিত বিনতাং এলাকায়, যেখানে রাতের আঁধারে অভিবাসন কর্মকর্তারা পুরো এলাকা ঘিরে ফেলেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এ এলাকাকে পরিণত করা হয় লকডাউন জোনে। শত শত অভিবাসী টেবিলের নিচে, দোকানের ভেতর কিংবা ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।

অপস বেলাঞ্জা নামে পরিচিত অভিযানে অংশ নেন অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা। নেতৃত্ব দেন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, এসময় মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়— এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি ও ৮৪৫ জন স্থানীয়।

গ্রেপ্তার হওয়া ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৯৬ জন। তাদের মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বাসরি ওসমান বলেন, আটক হওয়া অভিবাসীদের প্রধান অপরাধ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা। মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে এসব অভিবাসীরা মালয়েশিয়ায় নির্মাণ, বাগান বা ঝুঁকিপূর্ণ খাতে কাজের জন্য আসেন।

অভিযানের সময় একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল এবং কয়েকজন বিদেশি অনলাইন জুয়া খেলছিলেন। তাদেরও আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক যাচাই শেষে আটককেন্দ্রে পাঠানো হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নজরদারি বাড়ানো হবে, যাতে কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন