বাংলাদেশি দুবাইতে জিতলেন ২ কোটি দিরহামের লটারি
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি - সংগৃহীত
দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি দর্জি। এটি তার প্রথমবারের মতো কেনা টিকিট।
লটারি জয়ী ওই বাংলাদেশির নাম সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাই বসবাস করেন। পেশায় তিনি একজন দর্জি। খবর খালেজ টাইমসের
নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। এটি নিজেই কিনেছিলাম। আমি বন্ধু-বান্ধবদের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আমি আবুধাবি যাই, সেখান থেকে টিকেট কিনেছি।



