মালয়েশিয়ায় হুন্ডি কারবারে জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম
মালয়েশিয়ার পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ হুন্ডি কারবারে জড়িত থাকার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে। সংস্থাটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী এবং বাকিরা হুন্ডি চক্রের গ্রাহক।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে জানান, ২৭ জুলাই জনসাধারণের তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চারটি স্থানে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৬ থেকে ৪৮ বছর বয়সী ছয় বাংলাদেশিকে আটক করা হয়।
তাদের মধ্যে একজনের কাছে কর্মসংস্থান পাস থাকলেও বাকি পাঁচজনের বৈধ পাসপোর্ট বা ভিসা নেই বলে জানানো হয়। অভিযান চলাকালে অপারেশন টিমের সদস্যরা লাইসেন্সবিহীন মানি চেঞ্জার কার্যক্রমের অংশ হিসেবে নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত, লেনদেনের নথি ও দুটি মোবাইল ফোন জব্দ করে।
প্রাথমিক তথ্য অনুসারে, এই হুন্ডি কার্যক্রম গত এক বছর ধরে ক্লাং উপত্যকার আশপাশে বসবাসকারী বাংলাদেশিদের লক্ষ্য করে পরিচালিত হয়ে আসছিল।
পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে সহায়তার জন্য একজন মালয়েশিয়ান নারী এবং দুই বাংলাদেশি পুরুষকে অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।



