
প্রিন্ট: ০৩ আগস্ট ২০২৫, ০১:৫৬ পিএম
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম

ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে দেশজুড়ে ২২ হাজার ৫০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এই যৌথ নিরাপত্তা অভিযানের তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে প্রবাসীদের আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮০০ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৫ হাজার ২০০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪০০ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এছাড়া সৌদি সীমান্ত অবৈধভাবে পার হওয়ার সময় ১ হাজার ৯৮৭ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ইথিওপিয়ান নাগরিক ৬১ শতাংশ এবং ইয়েমেনি নাগরিক ৩৮ শতাংশ। একই সময়ে দেশ ছেড়ে অবৈধভাবে চলে যাওয়ার চেষ্টা করা ৪০ জন প্রবাসীকেও আটক করেছে কর্তৃপক্ষ।
আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয়ের অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ জন নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে মোট ১৮ হাজার ৩০০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১৫ হাজার ৭০০ জন পুরুষ এবং ২ হাজার ৫০০ জন নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১১ হাজার জন প্রবাসীকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এবং আরও ১১ হাজার জনকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা প্রদানকারীর জন্য রয়েছে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান। নিয়মিতভাবে দেশটির স্থানীয় গণমাধ্যম এই অভিযান ও আইনের কঠোর প্রয়োগের খবর প্রচার করে যাচ্ছে।