
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৫:১৯ এএম
‘একটা দলকে খুশি করতে দেশকে নির্বাচনমুখী করা হচ্ছে ‘

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

ছবি- সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, শুধু একটা দলকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর শুক্রবার (১৩ মে) বিকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসিরউদ্দীন বলেন, আমরা এই সরকারের পক্ষ থেকে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে কোনও বার্তা দেখি নাই, মৌলিক সংস্কারের প্রশ্নে কোনও বার্তা দেখি নাই। শুধু একটা দলকে খুশি করার জন্য নির্বাচনি সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে; যা জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, আগে তাদের ন্যায়বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের মাটিতে এখনও শহীদের রক্ত পড়ে রয়েছে, আহতরা এখনও বিভিন্ন হাসপাতালের বেডে আছেন, এই অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে যখন বিদেশের মাটিতে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে জাতির প্রত্যাশাকে ছাপিয়ে একটি দলের প্রত্যাশা অনুযায়ী সরকার কথা বলে, সেটা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল।