
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম
লন্ডনে ইউনূস-তারেক রহমানের বৈঠককে স্বাগত জানালেন ফুয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:০০ পিএম

ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে- ব্যারিস্টার ফুয়াদ সেটিকেও স্বাগত জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। ন্যূনতম সংস্কারের উদ্যোগ, একটি পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তারপর নির্বাচনে যাওয়ার প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানায়।
তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐকমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে, কাজটি টেকসই হবে।
বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পড়েছে। এটিকে ওপেন রাখার দাবি করেছেন তিনি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সেই ব্যাপারে কোনো প্রকার আপস করা যাবে না। সংবাদ সম্মেলনে তিনি বরিশালের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।