
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
ড. ইউনূস-তারেক বৈঠক হলে দেশ-জাতি উপকৃত হবে: এ্যানি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৩৮ এএম

ছবি-সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফরে গিয়েছেন। পত্র-পত্রিকায় এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উনার সাক্ষাৎ হতে পারে। এটি খুশির সংবাদ। বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি এ ধরনের বৈঠক হয়, স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হবো, বাংলাদেশ উপকৃত হবে।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, একটা নির্বাচনের প্রত্যাশা করছি। এপ্রিল মাসে ভোট হলে, রোজার মধ্যে প্রচারণা আসলে হয় না, তখন পরীক্ষা ও ঝড়তুফান থাকে। আমরা আশা করেছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাক। এটি বিবেচনার দাবি রাখে, সরকারের চিন্তা করা উচিত।
সভায় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপি আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্যসচিব মোখলেসুর রহমান হারুন, জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।