BETA VERSION শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

Swapno

রাজনীতি

দেশবাসী ভাষণ শুনতে চায়না, চায় আদর্শবান সেবক : ড. মাসুদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:২১ পিএম

দেশবাসী ভাষণ শুনতে চায়না, চায়  আদর্শবান সেবক : ড. মাসুদ

ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "রাস্তা সংস্কার কাজগুলো সুধু আজকে না বিগত ১৫ বছরেও যখন কোনো ভোট ছিলোনা ,নেতৃত্ব ছিলোনা ,জনপ্রতিনিধিত্ব বলে কিছুই ছিলো না সেই সময়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি। যে সময়ে পুলিশ আমাদের অ্যারেস্ট করবে আমরা জানতাম ,সেই ঝুঁকি নিয়ে কাজ করেছি।

সোমবার (৯ জুন ) সকাল সাড়ে ১১ টার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ বাজার সংলগ্ন রাস্তা সংস্কারের কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন ।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও  বলেন, "আমরা সেই সময়েও আপনাদের কাছ থেকে দূরে যাই নাই ,এখনো আছি , ভবিষ্যতে আল্লাহ যতদিন বেঁচে  থাকবো ততোদিন পর্যন্ত  বাউফলের জন্য কাজ করবো । আমরা কোনো অপপ্রচার কান দিবোনা । আমরা কোনো গুজবে কান দিবোনা। আমাকে কেউ কেউ মাঝে মধ্যে বলে মাসুদ ভাই আপনার পেইজ থেকে মাঝে মধ্যে দেখি বিভ্রান্ত মূলক কথা লেখা হচ্ছে বা টুকটাক কিছু কথা আছে যেগুলো আপনার বলার কথা না কিন্তু আমাদের সন্দেহ হয় কথাগুলো আপনার না কিন্তু আপনার নামের কিছু পেইজ থেকে কথাগুলো প্রচার করা হচ্ছে। আমি অন্তত পরিষ্কার করে বলছি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কর্মী সমর্থকও কোনো রকম উস্কানিমূলক কথা তার লেখা দিয়ে এই সমাজ,এই রাষ্ট্রকে অশান্তি করবে না।"

জামায়াতের এই নেতা  আরও বলেন,"আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ফেসবুক পেইজে এক মিলিয়ন ফলোয়ার আছে। এই পেইজটা সবাই জানেন চিনেন বলেই এতো বেশি হয়েছে। আমার নামে মনে হয় অর্ধশত পেইজ আছে এখন এটা তো একটা সংকট। আমার আবার এটা বুঝিও কম। আইটি তে আমি অত দক্ষ না। যতটুকু পারি টুকটাক আপনাদের সাথে সমন্বয় করার জন্য আমি ফেসবুকে থাকি চেষ্টা করি আপনাদের কথাগুলো শুনে আমার কথা বলার। ভিন্নভাবে কিছু পেইজ কেউ কেউ হয়ত খুব দরদি হয়ে অথবা খুব শুভাকাঙ্ক্ষী সেজে দুই চারজন লোক আছেন এরা অর্ধশত ফেসবুক আমার নামে চালু করেছে।আমি আশা করি যারা এই ফেসবুক পেইজগুলো যারা পরিচালনা করেন তারা সর্তক হবে না হলে তাদের বিরুদ্ধে আমি বাধ্য হবো আইনগত ব্যবস্থা নিতে। তারপরও আমরা এই বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে দিব না।

তিনি আরও বলেন, "কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশকে অশান্ত করতে দিব না ।বিগত ১৭ বছর তো বিশৃঙ্খলা ছিলো আর কত বিশৃঙ্খলা আমরা থাকবো।এখন সময় এসেছে আমরা কাদে কাদ মিলিয়ে সহনশীল ভাবে কাজ করবো । আমরা পরস্পর শ্রদ্ধাশীল থেকে কাজ করবো । আমরা পরস্পর সম্মান প্রতিষ্ঠা করবো। বাউফলের মানুষের রাস্তা দরকার তারচেয়ে বাউফলের মানুষের সম্মান দরকার । এই মাটিতে একসময়ে শুনতে হতো আমরা ক্রেস্ট চাইনা ক্যাশ চাই। আগামী ১০ জুন বাউফল সরকারি কলেজ মাঠে আমাদের কলিজার টুকরা সন্তান ফাইভ থকে টেন পর্যন্ত যাদের রোল এক থেক দশ তাদের হাতে আমরা ক্রেস্ট দিয়ে আমরা সম্মানিত করবো । আমরা আমাদের শিক্ষকদের সম্মানিত করবো । আমরা আমাদের অভিভাবক দের সম্মানিত করবো।"

ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, "আজকে আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি ,ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছি ।আমরা বাসাবাড়িতে প্রয়োজনে টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি । আমরা মসজিদ গুলোতে কাজ করার চেষ্টা করছি । আজকে সকালে মন্দিরের কিছু ভাইয়েরা এসছিলেন তাদের মন্দর সংস্কারের জন্য তারা বলেছেন। আমি বাউফল পৌরসভার সেখানের ভাইদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছি ।আমরা সব জায়গায় চেষ্টা করছি , যেখানে প্রয়োজন। বাউফলের মানুষ এখন কথা চায় না কাজ চায় । আপনার যদি কাজ চান তাহলে কাজের মূল্যায়ন করুন । এদেশের মানুষ এখন শাসনও চায়না ,ভাষণও চায়না। এদেশের মানুষ এখন সেবক চায় ।

এসময় ড. শফিকুল  ইসলাম মাসুদের সাথে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

রাজনীতি জামায়াতে ইসলামী ঝুঁকি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com