
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি : জেএসডি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম

ছবি- সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, পুরো জাতির সঙ্গে আমরাও গভীর মনোযোগ ও গুরুত্বের সঙ্গে ভাষণটি বিবেচনায় নিয়েছি।
ভাষণে সংস্কার ও জাতীয় সনদ, নির্বাচন, এবং গণহত্যার বিচার অনুষ্ঠানের ঘোষণা গণঅভ্যুত্থানের অভিপ্রায় পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
শনিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা আরও বলেন, ভাষণে সংস্কার কার্যক্রম, মানবতাবিরোধী অপরাধের বিচার, গুম-খুনের তদন্ত, নির্বাচনব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ‘জুলাই সনদ’-এর মতো ঐকমত্যভিত্তিক রাষ্ট্রীয় উদ্যোগের যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তা আমাদের দলীয় অবস্থান ও দীর্ঘদিনের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশে সংস্কার কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন হলে জাতি অভ্যন্তরীণ উপনিবেশিক আইন-কানুন ও কাঠামোর পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী কাঠামো বিনির্মাণে এগিয়ে যাবে।
জেএসডি মনে করে, একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে তাদের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় হয়।
নেতারা উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি, জুলাই সনদ দেশের সব রাজনৈতিক শক্তিকে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সহায়ক হবে। নির্বাচন প্রশ্নে আমরা আশা করছি আরও সমঝোতার সুযোগ রয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একইসঙ্গে ‘সংবিধান সংস্কার সভা’ এবং জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।