
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম
এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৭:২০ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়।
শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের ঘোষিত নির্বাচনের সময় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায়নি। রোজা, আবহাওয়া এবং পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য অনুপযুক্ত।
মির্জা ফখরুল আরও বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, এবং সেটি হলে তা জাতির জন্য ভালো হবে।
এর আগে বিএনপি নেতারা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করেছে।
শুক্রবার (৬ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এভাবে নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে সংকটের মুখে ফেলতে পারে।
এর আগে, শুক্রবার রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি নেতারা মনে করেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হলে তা অধিকতর গ্রহণযোগ্য হতো। দলীয় উচ্চ পর্যায়ের আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।