
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৯:২৩ পিএম
শহীদ পরিবারের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঈদ উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৫৯ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার শহীদ পরিবারদের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আগত প্রতিটি শহীদ পরিবারকে স্বান্তনা দেন এবং তাদের খুজ খবর নেন।
ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
শহীদরা অকুতোভয় বীর। তাদের আত্মত্যাগে আজ আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে পারি। শহীদদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু ঈদ নয়, যেকোনো প্রয়োজনে শহীদ পরিবার যেন জেলা প্রশাসনের পাশে পায় — সেটিই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে উপস্থিত সকলের মাঝে। শহীদ পরিবারের সদস্যগণ জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।