
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
নির্বাচনের সময় বিলম্ব হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘ ভাষণে সরকারের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃতিত্ব তুলে ধরেছেন। এর পাশাপাশি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। তবে নির্বাচন সময় নির্ধারণের ক্ষেত্রে বিলম্ব হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চাশেরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। বিএনপিও সবসময় যুক্তিযুক্তভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। কিন্তু এই দাবি উপেক্ষা করে এমন একটি সময় নির্ধারণ করা হয়েছে, যখন পাবলিক পরীক্ষা চলবে এবং আবহাওয়া অনুকূল নাও থাকতে পারে। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময় রমজান মাস শুরু হবে, যা নির্বাচন কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।
তিনি আরও বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে তফশিল ঘোষণার পর ৪৫ দিনের প্রচার কার্যক্রম রমজানের মধ্যেই করতে হবে, যা বাস্তবসম্মত নয়। তাই ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হলে তা অধিকতর গ্রহণযোগ্য হতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বিএনপি উচ্চ পর্যায়ে আলোচনা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।