Logo
Logo
×

রাজনীতি

কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ডা.জোবাইদা ও জাইমা রহমানের : বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:৫৯ পিএম

কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ডা.জোবাইদা ও জাইমা রহমানের : বিএনপি

ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনও ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই। তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনও মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জোবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক একাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা.জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

রিজভী বলেন, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো, জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে, তারা সুদুরপ্রসারী কোনও চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।

বিএনপিনেতা রিজভী আহমেদ বলেন, বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমা লিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। সৌজন্যবোধ সম্পন্ন ও বিনয়ী ডা.জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এআই’র মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা শুধু গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমরা এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এৎসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী।

তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনও স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন