
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম
বাজেটকে ‘গতানুগতিক’ আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০১:২৪ এএম

ছবি : সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক ও রক্ষণশীল’ আখ্যা দিয়ে হতাশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, এই বাজেটে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি বা জনকল্যাণমূলক কোনো যুগান্তকারী পদক্ষেপ নেই, যা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম।
সোমবার (২ জুন) রাতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেটের গঠন ও কাঠামো দেখে মনে হয় এটি শুধুই ধারাবাহিকতা রক্ষার একটি প্রচেষ্টা। বাজেটের আকার, রাজস্ব আহরণ, ব্যয় এবং উন্নয়ন খাতের লক্ষ্যমাত্রা—সবই সীমিত ও সাবধানতাপূর্ণ। এটি এক অর্থে দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে করা হলেও উচ্চাভিলাষী পরিকল্পনার অভাব স্পষ্ট, যা জনকল্যাণকেন্দ্রিক সরকারের বৈপ্লবিক মনোভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরও বলেন, ‘ধূর্ত ও কর্তৃত্ববাদী সরকারের সাধারণ বৈশিষ্ট্য হলো বাস্তবতা উপেক্ষা করে লোকদেখানো বাজেট ঘোষণা করা। এই বাজেট সে পথে না গিয়ে কিছুটা বাস্তবভিত্তিক হওয়ায় সরকার সাধুবাদ পেতে পারে, তবে এতে জনজীবনের উন্নয়ন বা দুর্দশা লাঘবের জন্য বড় কোনো আশা জাগে না।’
মাওলানা গাজী আতাউর রহমান কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে 'দুর্নীতিকে পুরস্কৃত করার সামিল' হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘দুর্নীতিবাজদের জন্য বারবার এই ছাড় দেওয়ার নীতি জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এটি আরেকটি বড় ব্যর্থতা।’
তিনি আরও জানান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতের তুলনায় জ্বালানি ও গণযোগাযোগ খাতকে অগ্রাধিকার দেওয়া বাজেটের পুরোনো দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। ফলে এ বাজেট থেকে যুগান্তকারী পরিবর্তনের কোনো আশা নেই। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করাও কঠিন হবে বলে দলটির আশঙ্কা।