
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৫:০৮ এএম
সিইসির সঙ্গে আজ জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:১৪ এএম

ছবি : সংগৃহীত
নিবন্ধন ও নির্বাচনী প্রতীক পুনরুদ্ধারের লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হবে।
রোববার সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “জামায়াতের পক্ষ থেকে একজন প্রতিনিধি ফোন করে সাক্ষাতের সময় চেয়েছেন। সিইসি আগামীকাল (সোমবার) দুপুর ১২টায় তাদের সময় দিয়েছেন। প্রতিনিধি দলে চার থেকে পাঁচজন থাকতে পারেন।”
এর আগে, রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া জামায়াতের নিবন্ধন বাতিলের রায় খারিজ করে দেয়। ফলে দলটির জন্য নিবন্ধন ফিরে পাওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়।
রায়ের পর জামায়াতের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, “আমরা আদালতের সংক্ষিপ্ত আদেশ (শর্ট অর্ডার) চেয়েছি। আশা করছি, আগামীকালের (সোমবার) মধ্যেই তা হাতে পাব। ওই আদেশ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করব। আমাদের প্রত্যাশা, ইসি দ্রুত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে।”
উল্লেখযোগ্যভাবে, এই বৈঠকটি যদি আজ অনুষ্ঠিত হয়, তাহলে ১২ বছর পর এটি হবে জামায়াত ও নির্বাচন কমিশনের মধ্যে দ্বিতীয়বারের মত সরাসরি বৈঠক। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি জামায়াতের একটি প্রতিনিধি দল কমিশনে উপস্থিত হয়েছিল নানা দাবিদাওয়া নিয়ে।