
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫২ এএম
বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রুমিন ফারহানা

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:২৫ পিএম

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরী করে গিয়েছেন আর কোন সরকার তা করতে পারে নাই।
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরী করে গিয়েছেন আর কোন সরকার তা করতে পারে নাই।
হালুয়াঘাট উপজেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৩১ মে) বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত রদরুল কবিরের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির।
যুগ্ম- মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স । বিশেষ বক্তা ছিলেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম,হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।