
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:০৪ এএম
বিএনপি মানুষ চিনতে ভুল করেছে: প্রধান উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৩:১০ পিএম

গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে।
শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিশু একাডেমিতে।
গয়েশ্বর বলেন, ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে। এবার আমাদের গণতন্ত্রের পূর্ণ বিজয় আদায় করতে হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, বরং তার কাজই ছিল প্রচারের অনুঘটক। জিয়াউর রহমান যা করতেন না, তা বলতেন না—তার প্রতিটি পদক্ষেপে ছিল জাতির কল্যাণের লক্ষ্য।
জিয়াউর রহমানের অবদান স্মরণ করে গয়েশ্বর বলেন, জাতির মধ্যে তার আবির্ভাব ছিল আকস্মিক, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। জিয়া মানেই জাতীয়তাবাদ, গণতন্ত্র ও দেশপ্রেম। তার আদর্শকে যদি জাতি হৃদয়ে ধারণ করে, তাহলে আমাদের আর ভয় থাকবে না।
এদিকে, জাপান সফরে 'নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া' সম্মেলনে প্রধান উপদেষ্টার দেওয়া এক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি সংস্কার ছাড়া ডিসেম্বরেই নির্বাচন করতে চাই, তাহলে তা সম্ভব। কিন্তু যদি সুষ্ঠু সংস্কার চাই, তাহলে আরও ছয় মাস সময় নিতে হবে।
যদিও তিনি সরাসরি বিএনপির নাম উল্লেখ করেননি, তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে একটি দল তাড়াহুড়ো করে নির্বাচন চায়। বিএনপির নেতাকর্মীরা এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বাম গণতান্ত্রিক জোটও প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছে।
গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টার এ বক্তব্য প্রসঙ্গে বলেন, এই ধরনের মন্তব্য বিএনপির প্রতি অবিচার এবং হতাশাজনক। এতে আমাদের সন্দেহ হচ্ছে, আমরা হয়তো ভুল মানুষকে ভরসা করেছিলাম।