ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
কাজী খলিলুর রহমান
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
ছবি: যুগের চিন্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) তিনি ঢাকা মহানগরী দক্ষিণের পুরানা পল্টনস্থ অফিসে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান,
মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস. এম. কামাল উদ্দিন, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ডা. আতিয়ার রহমান, নূর নবী মানিক, শেখ শরীফ উদ্দিন, সৈয়দ সিরাজুল হক, আমিনুর রহমান, শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, এবং প্রচার ও মিডিয়া সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।



