
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৭:৪৮ পিএম

তারেক রহমান | ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এবং অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশার বিষয়ে সচেতন নন।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারেনি, যার ফলে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিনিয়োগ না বাড়ায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হওয়ার পথে, এবং ব্যবসায়ীরা তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন না।
সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারে আপত্তি না থাকলেও সময়ক্ষেপণের বিষয়ে অসন্তুষ্ট। তিনি জানান, যদি সরকার ইতিবাচক অবস্থানে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। তবে রাজনৈতিক ঐক্য থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে।
তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেন, “এটি সরকারের হার-জিতের বিষয় নয়, বরং জনগণের স্বার্থেই দ্রুত নির্বাচন প্রয়োজন।”