
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:০১ এএম
গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা এবং জাতীয়তাবাদের অন্যতম স্থপতি। তার প্রতিষ্ঠিত গণতন্ত্রের যাত্রা নানা বাধার মুখে পড়লেও, শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ মে) শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া বলেন, “যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়নের মাধ্যমে তাকে যথাযথ শ্রদ্ধা জানাতে হবে। তাই বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও জানান নেতারা।