
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
আবারও নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০১:২৩ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা।
বৃষ্টির মধ্যেও আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। আজ সকাল থেকেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সমর্থকদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন আন্দোলনরত নেতাকর্মীরা।
আদালতের আদেশের পরেও সরকার শপথ নিয়ে টালবাহানা করছে এমন অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের। স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করে আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টা আসিফের ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না। তাই দায়িত্ব না বুঝিয়ে দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।
এর আগে, চলতি মাসের ১৪ তারিখ থেকে শপথের দাবিতে এ আন্দোলন শুরু হয়। বেশ কয়েকদিন নগর ভবনের সামনে অবস্থানের পর রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে টানা আন্দোলন করে বিএনপির নেতা কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবারও শুরু হয় এ কর্মসূচি।
আরএস/