
প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০১:২২ পিএম

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীরা।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সমাবেশ ঘিরে বুধবার (২৮ মে) সকাল থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
ঢাকার পাশাপাশি সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকেও নেতাকর্মীরা মিছিলসহ অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সমাবেশস্থলে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং চারপাশে টানানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সঙ্গীত।
বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।
নেতাকর্মীদের মধ্যে অনেকে মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, টিশার্ট পরে ও বিভিন্ন ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসছেন। ফলে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তরুণদের আকৃষ্ট করতে বিএনপির তিন সংগঠন মে মাসজুড়ে ‘তারুণ্যের অধিকার’ কর্মসূচি পালন করে আসছে। এর আওতায় চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সিলেটসহ চার বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের ঢাকার এই সমাবেশ সেই ধারাবাহিকতার চূড়ান্ত আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।