
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম
বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:২৩ পিএম

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের আগে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি আছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যালোচনার কথা বলা হয়।
এ ছাড়া ভারতের সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত, চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টিও বৈঠকে আলোচনার কথা ছিল। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়মমাফিক পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।