Logo
Logo
×

রাজনীতি

আটক নেতাকর্মীদের ছাড়িয়ে আনায় এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৪৮ এএম

আটক নেতাকর্মীদের ছাড়িয়ে আনায় এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া তিন নেতাকর্মীকে থানা থেকে মুচলেকায় মুক্ত করার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। এদের একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে এর আগেই নৈতিক স্খলনের কারণে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, আব্দুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় গিয়ে আটক ওই তিনজনকে মুচলেকা দিয়ে মুক্ত করে আনেন—যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, আপনার এমন কর্মকাণ্ড দলের শৃঙ্খলার পরিপন্থী। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন (০৩) কর্মদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

দলের একজন শীর্ষ নেতার এমন পদক্ষেপ ঘিরে সংগঠনের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এনসিপি শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিচ্ছে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন