Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের যারা বিএনপির সহযোগিতা করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:১১ পিএম

আওয়ামী লীগের যারা বিএনপির সহযোগিতা করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং যারা বিএনপির কার্যক্রমে বাধা দেননি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির দলে যোগ দিতে পারবেন।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরীতে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির সদস্য সংগ্রহের সুযোগ এসেছে, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দলে নেওয়া যাবে না। তবে যারা আগে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে কাজ করেননি, বরং ভেতরে-ভেতরে দলকে সহযোগিতা করেছেন, তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।

সদস্য হতে হলে গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দলের সঙ্গে যুক্ত হতে হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন