Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরবে জনগণ : জামায়াত আমিরের হুঁশিয়ারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:০৫ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরবে জনগণ : জামায়াত আমিরের হুঁশিয়ারি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জনগণ—এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণকে এই দাবির পথ থেকে সরাতে কোনো কৌশলই কাজে আসবে না।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান লেখেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে আজ সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তি একত্রিত হয়েছে। ইনশাআল্লাহ, জনগণ তাদের এই ন্যায্য দাবি আদায় করেই ঘরে ফিরবে। এই ঐক্য এবং দৃঢ় সংকল্পকে বিভ্রান্ত বা দমন করা যাবে না।"

তিনি আরও বলেন, "জনতার এই অটুট ঐক্য কেবল ফ্যাসিবাদ প্রতিরোধ নয়, বরং আগামী দিনের একটি মুক্ত ও প্রত্যাশিত বাংলাদেশের পথরেখা তৈরি করবে।"

শেষে তিনি আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, "অভিনন্দন সকল সাহসী জনগণকে, যারা সব বাধা উপেক্ষা করে এই ঐতিহাসিক আন্দোলনে অংশ নিয়েছেন। শুভেচ্ছা বিপ্লবী জনতা!"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন