
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৩২ এএম
শাহবাগ ছাড়া অন্য কোথাও সড়ক অবরোধ নয়, গণজমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:৩৬ পিএম

হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় ব্যতীত দেশের অন্য কোনো সড়ক বা হাইওয়ে অবরোধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশব্যাপী শান্তিপূর্ণ গণজমায়েত ও সমাবেশের আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, “ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”
এছাড়া, তিনি ছাত্র-জনতার পক্ষ থেকে তিন দফা দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে ছাত্র-জনতার গণজমায়েত। পাশাপাশি দেশের প্রতিটি জেলার ‘জুলাই-স্পটগুলোতে’ অনুষ্ঠিত হবে গণঅবস্থান কর্মসূচি।
ছাত্র-জনতার তিন দফা দাবি নিচে তুলে ধরা হলো:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ জারি করতে হবে।
শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার ওপর জোর দিয়ে হাসনাত আবদুল্লাহ দেশের সকল আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন হবে সুসংগঠিত, পরিকল্পিত এবং জনগণের স্বার্থে।”