
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক হাসনাতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:০৫ এএম

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের
আজ (শুক্রবার) বাদ জুমা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এই জমায়েতটি যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে অনুষ্ঠিত হবে, যেখানে সকল দল ও মতের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে হাসনাত আবদুল্লাহ এই জমায়েতের আহ্বান জানান। এর পরবর্তী সময়ে যমুনার সামনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। বাদ জুমার পর সেখানে বিশাল জনসমুদ্র হবে। আজ তারা দেখতে পারবেন, কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়।”
গতকাল (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও যমুনার সামনে চলমান রয়েছে। সকাল ৮টার দিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন।
এদিকে, এনসিপির নেতাকর্মীরা কখনো টানা, আবার কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। শুক্রবার রাত ২টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা ৯ মাস ধরে সরকারের বাইরে ও ভেতরে এই দাবি জানিয়ে আসছি, কিন্তু আজও আমাদের রাজপথে নামতে হচ্ছে।”
এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। গত রাত একটার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী এবং রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে এসে যোগ দেন।