
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:১৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বক্তব্য দেন।
স্ট্যাটাসে নাহিদ লেখেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। দলটির নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের বিষয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং অপরাধীদের জামিন দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বিঘ্নে দেশ ছাড়ছেন—যা সরকারের প্রতি জনগণের আস্থায় চিড় ধরিয়েছে।”
তিনি বলেন, “আমরা জুলাই মাসে খুনিদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অঙ্গীকার থেকেই বলছি—মুজিববাদীরা আর কখনো বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। আজ রাতেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে।”
নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “যতদিন না আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না।”
তিনি শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশে বলেন, “এখনই সময় রাজপথে নেমে আসার। আগামী দিনগুলোতে আমাদের সংগ্রাম আরও তীব্র হবে, আর বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।”
এই বক্তব্যে তিনি সরকারবিরোধী আন্দোলনের নতুন ধাপে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।