
প্রিন্ট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৩ এএম
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৪৩ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদ
আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শিগগিরই নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
একটি সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, ইতিমধ্যেই নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে রাজনীতির মঞ্চ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়াই আগামী জুলাইয়ের গণ-আন্দোলনের মূল লক্ষ্য।”
এই বক্তব্যে তিনি স্পষ্টভাবে রাজনৈতিক সংস্কার এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।