
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
খালেদা জিয়া দেশে : বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৪৫ পিএম

বিমানবন্দর সড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের ভিড়। ছবি: সংগৃহীত
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন। দেখা গেছে, তিনি নিজ গাড়ির সামনের সিটে বসেন, পেছনে ছিলেন তার দুই পুত্রবধূ।
খালেদা জিয়ার স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। গাড়িবহর রওনা হলে নেতাকর্মীরা স্লোগান ও করতালিতে বরণ করে নেন তাকে। পুরো বিমানবন্দর এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিলেন।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, যেটিতেই তিনি লন্ডন যান এবং দেশে ফেরেন।