BETA VERSION মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

Swapno

রাজনীতি

দেশে ফিরলেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১১:৪৬ এএম

দেশে ফিরলেন খালেদা জিয়া

বিমানবন্দর থেকে গাড়িতে বের হচ্ছেন খালেদা জিয়া। ছবি: বিএনপি

উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরেছেন। কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল ১০টা ৪২ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথিও।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে উপস্থিত হয়ে দলের চেয়ারপারসনকে স্বাগত জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, "খালেদা জিয়ার দেশে ফেরা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।"

তিনি বলেন, "দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে কারাবন্দিত্ব ও চিকিৎসা শেষে আজ তিনি দেশে ফিরেছেন। এটি জাতির জন্য এক আনন্দের দিন।"

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। প্রায় ১০ কিলোমিটার পথজুড়ে দলীয় ও জাতীয় পতাকা হাতে অবস্থান নেন তারা। ভোর থেকেই গুলশানের উদ্দেশে রওনা দেওয়া নেতা-কর্মীদের গন্তব্য ঠিক করে দেওয়া ছিল।

নির্ধারিত স্থান অনুযায়ী:

ঢাকা উত্তর বিএনপি: বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত

ছাত্রদল: লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত

যুবদল: খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত

দক্ষিণ বিএনপি: রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত

স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত

কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত

শ্রমিক দল: কাকলী থেকে বনানী শেরাটন পর্যন্ত

অন্যান্য অঙ্গ সংগঠন: বনানী শেরাটন থেকে গুলশান-২ পর্যন্ত

মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটি: গুলশান-২ থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত অবস্থান নেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নেত্রীকে বহনকারী গাড়িবহরের পেছনে কেউ হাঁটতে বা শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। এ উপলক্ষে বিমানবন্দর ও গুলশান-২ এলাকায় সাধারণ মানুষের প্রবেশও সীমিত রাখা হয়েছে।

তবে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর ফলে এসএসসি পরীক্ষার্থী ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন।

সোমবার (৭ মে) লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া তারেক রহমানের বাসা থেকে রওনা দেন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে। রাত ৯টা ৩৫ মিনিটে বাংলাদেশ সময় বিমানটি যাত্রা শুরু করে।

ঢাকায় ফেরার পর নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “পরীক্ষার্থীদের ভোগান্তি যেন না হয়, সে জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছি। কেউ যেন রাস্তায় না দাঁড়ায়, শুধু ফুটপাথে দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানানো যাবে।”

তিনি আরও বলেন, “বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে জনসাধারণকে অনুরোধ করছি, যাতে যানজট এড়ানো যায়।”

এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে ‘লন্ডন ক্লিনিক’ নামের একটি বেসরকারি হাসপাতালে ১৭ দিন ভর্তি থাকার পর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন। প্রায় ৪ মাস পর তিনি দেশে ফিরলেন।

বিএনপি খালেদা জিয়া রাজনীতিবিদ শাহজালাল বিমানবন্দর

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com