
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে জনসমাগম ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
ডিএমপি জানায়, আগামী ৬ মে সকাল ১০টা ৩০ মিনিটে খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। এ সময় তার অভ্যর্থনায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় যানজট এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে নিচের নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করা হয়েছে:
প্রধান নির্দেশনা সমূহ:
১. ফুটপাথে অবস্থান: জনসাধারণকে অনুরোধ করা হয়েছে যাতে কেউ রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাথে অবস্থান করেন। দলীয় নেতাদের স্বেচ্ছাসেবক দিয়ে এই নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করতে বলা হয়েছে।
২. বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ:
গুলশান/বনানী থেকে উত্তরা পর্যন্ত প্রধান সড়ক পরিহার করতে বলা হয়েছে।
বিকল্প রুট হিসেবে কামারপাড়া–ধউর ব্রিজ–মিরপুর বেড়িবাঁধ বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ।
উত্তরা ও মিরপুর এলাকার বাসিন্দারা খালপাড়-মেট্রোরেল রুটে চলাচল করতে পারেন।
প্রগতি সরণি এলাকার যাত্রীরা মহাখালী র্যাম্প ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।
৩. সেনানিবাস সড়ক: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহনের জন্য সেনানিবাসের রাস্তা ব্যবহার করা যাবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল ও গতি-সীমা মেনে এক্সপ্রেসওয়ের বাম পাশের লেনে চলাচল করতে পারবে। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৫. রেল বিকল্প: যাত্রীরা ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেন ব্যবহার করতে পারেন। খালেদা জিয়ার আগমনের দিন টঙ্গী, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে ট্রেনগুলো দুই মিনিট থামবে। একটি অতিরিক্ত শাটল ট্রেনও চলবে।
৬. এয়ারপোর্ট যাত্রী ও পরীক্ষার্থীদের জন্য অনুরোধ: যথেষ্ট সময় নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমান ধরতে বা এসএসসি পরীক্ষায় পৌঁছাতে সমস্যা না হয়।
৭. মেট্রোরেল ব্যবহার: মিরপুর ও উত্তরার যাত্রীদের জন্য মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৮. নিরাপত্তা ও শৃঙ্খলা:
অভ্যর্থনাকারীরা ব্যাগ, লাঠি বা যানবাহন বহন করতে পারবেন না।
তারা গাড়িবহরে যোগ দিতে পারবেন না, মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন না।
তবে সাধারণ যান চলাচলে বাধা না থাকলে মোটরসাইকেল চলাচল করতে পারবে।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। একইসঙ্গে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ।