
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ এএম
হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও : সাবেক যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:৩৮ এএম

ফেসবুকে লাইভে কথা বলেন যুবলীগ নেতা মো. কামাল উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সহসম্পাদক ও চট্টগ্রাম আদালতের প্রাক্তন অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৩ মে) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ভিডিও বার্তায় কামাল উদ্দিন বলেন, "বড় বড় নেতারা জামায়াত-শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে, এখন সবাই পালিয়েছে। আমিও পালিয়ে যাচ্ছি।"
ভিডিওতে তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন। একই সঙ্গে grassroots বা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এখানে কেউ নিরাপদ নয়। শেখ হাসিনা, শেখ পরিবার, এমনকি ৩০০ সংসদ সদস্যও পালিয়ে গেছেন। তোমরা কেন থাকবে? সবাই পালিয়ে যাও। আমি নিজেও যাচ্ছি।”
ভিডিও বার্তার একপর্যায়ে তিনি দলের জন্য করা নিজের কাজ ও ভুলত্রুটির জন্য ক্ষমাও চান।
কামাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের একজন পরিচিত মুখ। তার এমন বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।