
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৫১ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তাঁর সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৪ মে) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা আমাদের সহযোদ্ধা, তাদের ওপর হামলা হলে আমরা সবাই মিলে তা রুখে দেব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ৩৬ জুলাই-পরবর্তী বাস্তবতায় পুরনো কিংবা নতুন—কোনো ধরনের ফ্যাসিবাদেরই জায়গা নেই। ছাত্রশিবির কোনো ফ্যাসিস্ট শক্তিকে ছাড় দেবে না।
বিবৃতিতে তিনি হামলাকারীদের সন্ত্রাসী উল্লেখ করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।