Logo
Logo
×

রাজনীতি

একদিন পিছিয়ে গেল খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৫০ এএম

একদিন পিছিয়ে গেল খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ

ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার দিন একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে (মঙ্গলবার) ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে তার দলের সূত্র।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, কাতারের আমিরের পক্ষ থেকে বরাদ্দ বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন ঢাকায় এসে পৌঁছাবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরবর্তীতে করোনা মহামারির সময় সরকার বিশেষ বিবেচনায় তার কারাদণ্ড স্থগিত করে মুক্তি দেয়। যদিও তিনি তখনও কার্যত গৃহবন্দি অবস্থায় ছিলেন।

২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক নির্বাহী আদেশে খালেদা জিয়াকে পূর্ণ মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করেন।

এরপর চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করেন। দীর্ঘদিন পর এ বছর তিনি পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করেন।

খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন