Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার: হেফাজতের সমাবেশে হাসনাত আবদুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:৪১ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার: হেফাজতের সমাবেশে হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এ দল বাংলাদেশকে কসাইখানায় পরিণত করেছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে এই দেশের সবচেয়ে বড় সংস্কার।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।"

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এই প্রেক্ষাপটে এনসিপি শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে।

সমাবেশে ড. ইউনূসকে উদ্দেশ করে হাসনাত বলেন, "ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। আমি বলতে চাই, আপনি ভুলে যাবেন না—আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। নির্বাচন করবে কি না, সেই সিদ্ধান্ত আমরা নেব।"

হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে তিনি ৫ মে’র ঘটনার শহীদদের তালিকা প্রকাশ ও বিচার দাবির আহ্বান জানান। সেই সঙ্গে তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব প্রত্যাহারেরও দাবি জানান।

নারী সংক্রান্ত সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আয়োজিত এই মহাসমাবেশ বেলা ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন