
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
শেখ হাসিনার মতো ভুল করবেন না, অন্তর্বর্তী সরকারকে হেফাজতের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০২:১০ পিএম

ছবি : সংগৃহীত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এতে হেফাজতের শীর্ষস্থানীয় নেতাসহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন।”
তারা অভিযোগ করেন, “সরকার পিলখানা হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনায় তদন্ত কমিশন গঠন করলেও ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত গণহত্যার কোনো বিচার হয়নি। এসব নিয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে।”
হেফাজতের নেতারা দাবি করেন, “বিভিন্ন দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের হওয়া মামলা এখনো প্রত্যাহার হয়নি। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে।”
নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে তীব্র অবস্থান জানিয়ে তারা বলেন, “কমিশনের সদস্যদের নারী না পুরুষ— তা বোঝা যায় না। তাদের প্রস্তাবনাগুলো কোরআন ও সুন্নাহবিরোধী। এসব প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা হলে জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
হেফাজতের নেতা মুফতি ফখরুল ইসলাম বলেন, “আমরা নির্যাতিত হয়েছি, জেল খেটেছি— তবু আমাদের মামলাগুলো প্রত্যাহার হয়নি। সংস্কার কমিশনের প্রতিবেদন ১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে— তা বাতিল করতে হবে।”
মহাসমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারকে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
হেফাজতের চার দফা দাবি পুনর্ব্যক্ত করে নেতারা বলেন, প্রয়োজনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।