
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:৪৪ এএম

ছবি : সংগৃহীত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৩ মে) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ মহাসমাবেশে সংগঠনটির শীর্ষ নেতা ও দেশের বরেণ্য আলেমরা বক্তব্য রাখছেন।
সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, মোহাম্মদপুর, কলাবাগান, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। সমাবেশস্থলের চারপাশে ছিল ব্যাপক ভিড় ও নেতা-কর্মীদের চাপ।
হেফাজতের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
হেফাজতের ঘোষিত চার দফা দাবিগুলো হলো—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন এবং এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে ‘বহুত্ববাদ’ শব্দ তুলে দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ।
মহাসমাবেশ দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে আয়োজকরা।