
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩২ এএম
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানালেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক আলোচনায় সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো পরস্পরবিরোধী নয়, বরং গণতান্ত্রিক রূপান্তরের জন্য একে অপরের পরিপূরক।
তিনি আরও বলেন, ৫ আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে যে, তারা দেশে আর রাজনীতি করতে পারবে না। জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে—ভোটের মাধ্যমে কিংবা গণ-অভ্যুত্থানের মাধ্যমে।
নাহিদ ইসলাম বলেন, একটি গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে। জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, যার ফলে দলটির অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগ রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে, তাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া জরুরি।
তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।
নাহিদ আরও বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা সব রাজনৈতিক দলই তুলে ধরছে। রাজনৈতিক ও শাসনব্যবস্থার মৌলিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর সম্ভব।
তিনি বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রয়োজন। তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা কঠিন হবে।