Logo
Logo
×

রাজনীতি

দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো: গাজী সালাউদ্দিন তানভীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০১:৫৪ পিএম

দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো: গাজী সালাউদ্দিন তানভীর

গাজী সালাউদ্দিন তানভীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্য ও জেলা প্রশাসক নিয়োগে অনৈতিক হস্তক্ষেপের অভিযোগে যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে। গত ২১ এপ্রিল দলটির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ৭ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এনসিটিবির বই ছাপায় কমিশন গ্রহণ, সচিবালয়ে প্রভাব খাটানো এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উত্থাপিত হয়।

এ বিষয়ে জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় গাজী তানভীর বলেন, “আমি এখনো অভিযুক্ত না, তাই নিজেকে আইনের হাতে তুলে দেব, যেন সঠিক তদন্ত হয়। পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো।”

তিনি দাবি করেন, এনসিটিবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বই ছাপার ধীরগতির বাস্তবতা জানাতে গিয়েছিলেন। কোনো প্রকার অবৈধ লেনদেন কিংবা কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন না।

সচিবালয়ে যাওয়ার বিষয়ে বলেন, “আমি মোট পাঁচবার সচিবালয়ে গিয়েছি, এর মধ্যে একবার চাকরিসংক্রান্ত কাজে। সাধারণ নাগরিক হিসেবে সচিবালয়ে যাওয়া কোনো অপরাধ নয়। সরকারি কর্মকর্তাদের নম্বর যখন ওয়েবসাইটে থাকে, তখন যোগাযোগ করাই স্বাভাবিক।”

তানভীর অভিযোগ করেন, “সাবেক জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে আওয়ামী দোসরদের ডিসি হিসেবে পুনর্বাসনের আশঙ্কা ছিল। আমি নতুন সচিব ড. মোখলেসুর রহমানকেও সতর্ক করেছি যেন আগের ভুল তালিকার ভিত্তিতে নিয়োগ না হয়।”

তার দাবি, “সচিবালয়ের এক যুগ্ম সচিব আলী আজমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি বাইরে ছড়ানো হয়েছে। এর ভিত্তিতে কোনো অপরাধ প্রমাণ করা যায় না।”

ব্যক্তিগত গাড়ি প্রসঙ্গে বলেন, “আমি মাঝে মাঝে এক পরিচিতজনের পাজেরো গাড়ি ব্যবহার করি। নিজের গাড়ি নয়।”

সামগ্রিক অভিযোগ প্রসঙ্গে তানভীর বলেন, “এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব থেকে। আমরা পুরনো কালচার ফিরিয়ে আনতে দেব না। মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করার রাজনীতি এনসিপি করে না।”

তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এবং তিনি পুনরায় দলে ফিরে আসবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন