
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০১:২০ পিএম
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:১৪ পিএম

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর দলটি রাজনীতিতে সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় এনসিপির আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগ নামক গোষ্ঠীর এখন আর নির্বাচনে অংশগ্রহণের ন্যূনতম নৈতিক বা আইনি অধিকার নেই। গণ-আন্দোলনের মাধ্যমে নতুনভাবে গঠিত নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে গণবিরোধী শক্তিকে রাজনৈতিক মঞ্চ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করে, তবে সেটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে।”
এই প্রেক্ষাপটে এনসিপি শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা এবং এতে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি পুনর্ব্যক্ত করা হবে।
জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হবে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।